ফেসবুকে ফটো ভেরিফিকেশন থেকে বাচার উপায় এবং সামাধাণ
ফটো ভেরিফিকেশন থেকে বাচার উপায়
১। আপনার ফেসবুক একাউন্টের নিরাপত্তা শক্তিশালী করুন। যেমন- আপনি একাউন্ট সেটিং এ গিয়ে আরেকটি বিকল্প ই-মেইল আইডি যোগ করুন।
২। মোবাইলে থেকে ম্যাসেজ দিন Fb লিখে ৩২৬৬৫ সেন্ড করুন, আপনাকে একটি ভেরিফাই কোড দেয়া হবে, এই কোড আপনার ফেসবুকে প্রোফাইলে সেটিং-এ গিয়ে, মোবাইল ভেরিফাই-এ কোডটি পেস্ট করুন। (শুধু ১টি এসএমএস ছাড়া অন্য এসএমএস এর জন্য আপনার কোন অতিরিক্ত চার্জ কাটা হবে না)
৩। আপনার একাউন্টে সিকিউরিটি প্রশ্ন সেট করুন। যেমন- What is your First School Teacher. Ans: XXXXXX দিন
৪। ফেসবুকে তিনজন ট্রাস্টেট বন্ধু নির্বাচন করুন। আপনার একাউন্ট লক হলে তাদের কাছ থেকে ম্যাসেজ এর মাধ্যমে সাহায্য পাবেন।
উপরোক্ত নিয়ম না মানার জন্য যদি কেউ ফটো ভেরিফিকেশ খেয়ে থাকেন তাহলে এদিকে আসুন
প্রথমে আপনি কম্পিউটার থেকে ফটোশপ খুলুন ফেসবুকে প্রবেশ করুন অথবা আপনার মোবাইল হাতে নিন। একটি সাদা খাতা নিন সঙ্গে একটি কলম নিন।
এখন প্রস্তুত হন পরীক্ষা দিবার জন্য একাউন্টে লগইন করুন যে ছবিটি আপনাকে দেখানো হচ্ছে তার একটি স্ক্রিণশট নিন অথবা যে ছবি আপনাকে দেখানো হচ্ছে তার নাম খাতায় লিখে রাখুন। যেমন- একটি ছোট বাচ্চা কান্না করছে ছবি এসেছে, তার পাশে একটি নদীর ছবি তার পাশে কোন একজন নায়কের ছবি। আপনি খাতায় লিখুন ছোট বাচ্চার কান্না, নদী, একজন নায়ক। এরপর এর পাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব লোকের নাম দিয়েছে তাদের নাম পরিষ্কার করে লিখে ফেলুন/স্তিণশট সেভ করুন আপনার কম্পিউটারে। এভাবে প্রতিটা ছবির নাম এবং ফেসবুকের দেয়া নামগুলো খাতায় লিখে রাখুন। একবার ফটো ভেরিফিকেশন করার চেষ্টা করার পর কমপক্ষে এক ঘন্টা পর আবার চেষ্টা করুন। উপরে উল্লেখিত নিয়মে স্ক্রিনশট নিন অথবা খাতায় সব লিখে রাখুন। এভাবে চেষ্টা করতে থাকলে দেখবেন যে ফেসবুক আবার সেই পূর্বের ছবিগুলোই দিচ্ছে। ফেসবুকের দেয়া বন্ধুর নাম এবং স্ক্রিণশর্ট নেয়া ছবি/খাতায় লেখা লোকের নামের দিকে তাকালেই বুঝতে পারবেন যে, একটা অথবা দুইটা নাম স্ক্রিণশর্ট/খাতা এবং ফেসবুকের সাথে মিল আছে। স্ক্রিণশর্টের/খাতায় লেখা বাকী নামগুলোতে অন্যা বন্ধুর নাম আসছে।এভাবে আপনি বুঝতে পারবেন আসল কোন ব্যাক্তির ছবি। ধন্যবাদ বুঝতে না পারলে মন্তব্য করুন। উত্তর দেয়া হবে।
No comments:
Post a Comment